কাজিপুরে  এজাহারভুক্ত এক নারী   আসামী গ্রেফতার

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২২ অপরাহ্ণ

কাজিপুরে  এজাহারভুক্ত এক নারী   আসামী গ্রেফতার
apps
সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে  জি আর ১৮৪/১৯      ধুনট আসামি কে গ্রেফতার  করেছে কাজিপুর থানা পুলিশ। আটকৃত হলো উপজেলার  বেড়িপোটল( আলমপুর চৌরাস্তা)   গ্রামের  মোখলেছারের  মেয়ে   মৌসুমি ( ১৯)।  (১৫ফেব্রুয়ারী)    সন্ধ্যায়   গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে  অভিযান চালিয়ে আলমপুর চৌরাস্তা  এলাকা  থেকে আটক করে। কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানান,  ওয়ারেন্ট মূলে উক্ত আসামি কে গ্রেফতার করিয়া ১৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com