নাসিম পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড কর্তৃক নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করার পর থেকেই কাজিপুর উপজেলা আওয়ামীলীগ একটি আনন্দ র্যাোলি দলীয় কার্যালয় থেকে আলমপুর চৌরাস্তা ও উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে নিজ কার্যালয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
আলোচনা শেষে কাজিপুরসহ সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি খাওয়ায় ধুম পড়ে যায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার, কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মী। এরপর ছাত্রলীগের উদ্যোগে মোটরসাইকেল যোগে আনন্দ শোভাযাত্রা করে।
Development by: webnewsdesign.com