কাজিপুর উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ্ব মরহুম ইসমাইল সরকারের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বাদ যোহর তার মেঘাই গ্রামের নিজ বাড়িতে তার জ্যোষ্ঠপূত্র কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান বিপ্লবের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপ-নির্বাচনে নৌকার কান্ডারী প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এ সময় তিনি বলেন মরহুম ইসমাইল কাকা ছিলেন একজন ত্যাগী, বলিষ্ট, জনদরদী ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি আমার বাবার সাথে দীঘদিন রাজনীতি করেছেন। কাজিপুরের রাজনীতিতে তার ভুমিকা অপরিসীম। তিনি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক, ন্যায় বিচারক, ত্যাগী ও নির্যাচিত আওয়ামীলীগের নেতা। তিনি বার বার বিএনপি তথা চারদলীয় জোটের সন্ত্রাসীদের দ্বারা নির্যাচিত হয়েছেন। এমনকি সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন।
কিন্তু নিয়তির পরিহাস এই জনদরদী নেতা হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২০১০ সালের অক্টোবরের ৮ তারিখে মৃত্যুবরন করেন। তিনি ছিলেন নানাবিধ গুনাবলীর অধিকারী, ছিলেন শিক্ষানুরাগী। এছাড়া কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয়, মেঘাই এমএমবিপি দাখিল মাদ্রাসা, কাজিপুর মহিলা কলেজসহ অনেক প্রতিষ্ঠানের বার বার সভাপতি ছিলেন। তিনি কাজিপুর সদর ইউনিয়নের চার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দুই বার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দুইবার সভাপতি ছিলেন। মৃত্যু আগ পযন্ত তিনি সভাপতি ছিলেন। তিনি কয়েকবার বিআরডিপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এই ত্যাগী নেতার মৃত্যুতে এলাকার অভিভাবক শূন্য হয়েছে।
শোকসভায় তার আত্নার মাগফেরাত কামনা করে দেয়া করা হয়। এই শোক সভায় আরও উপস্থিত ও ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আ’লীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু ও শাপলা খাতুন, সহ জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মি এবং উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মিবৃন্দ। দোয়া শেষে আগত অতিথি ও অসহায়দের জন্য খাবার পরিবেশণ করা হয়।
Development by: webnewsdesign.com