কাজিপুরে আ’লীগের সম্মেলনে সভাপতি -রেফাজ উদ্দিন, সম্পাদক খলিলুর রহমান নির্বাচিত

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:২৯ অপরাহ্ণ

কাজিপুরে আ’লীগের সম্মেলনে সভাপতি -রেফাজ উদ্দিন, সম্পাদক খলিলুর রহমান নির্বাচিত
apps

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন মাস্টার – কে সভাপতি এবংখলিলুর রহমান সিরাজী কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে তাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন । সেই সাথে আগামী এক মাসের মধ্যে জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি তৈরীর নির্দেশ দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সঙ্গীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আওয়ামীলীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে হলে কঠিন ভাবে প্রস্তুতি নিতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। বাংলাদেশে তত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন হবে না। বিএনপি জামাতের কোন রাজনীতি নেই দাবী করে তিনি বলেন, করোনা মহামারীতে তারা ছিল ঘরের মধ্যে জীবন বাঁচাতে। আওয়ামীলীগ সরকার তথা নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশর বিশ্বভাবকে পাল্টিয়ে দিয়েছেন। দারিদ্রতা দুর করেছেন, প্রতিটি গ্রামকে আলোকিত করেছেন, এদেশ অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। প্রয়াত জননেতা মরহুম নাসিমের স্মৃতি চারন করতে গিয়ে বলেন মোহাম্মদ নাসিম ছিলেন, আওয়ামীলীগের একজন নিবেদিক প্রাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মী। মোহাম্মদ নাসিমের স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদেরকে সাথে নিয়ে তারই সুযোগ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় কাজ করে যাচ্ছে। সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগএর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মেরিনা জাহান কবিতা এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আখতার জাহান, নুরুল ইসলাম ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য। সম্মেলনের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান। কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, তাড়াশ-রায়গঞ্জ আসনের সাংসদ ডা. আব্দুল আজিজ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরি, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুর রহমান, এড. বিমল কুমার দাসসহ জেলা আওয়ামীলীগের আরো অনেক সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন জেলা পরিষদের সদস্য, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী দ্বিতীয় বার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

Development by: webnewsdesign.com