প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে

কাজিপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | ৫:০৯ অপরাহ্ণ

কাজিপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
কাজিপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
apps

গত ১৬ জুন সিরাজগঞ্জে বিএনপির জনসভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেয়ার প্রতিবাদে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী’র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল শেষে ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয়।তিনি বলেন, মুজিব আদর্শের সৈনিক যতদিন বেঁচে আছে, ততদিন জননেত্রী শেখ হাসিনাকে কেউ হত্যা করতে পারবেনা।

সিরাজগঞ্জ জেলা বিএনপির এক কুলাঙ্গার শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তিনি আরো বলেন, বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে, ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা খুনি জিয়ার প্রত্যক্ষ মদদ ছিল। ৩রা নভেম্বর জেলহত্যা, ২১ শেখ আগষ্ট গ্ৰেনেড হামলা করে ২৪ জনকে হত্যা বিএনপি জামায়াত জোট সরাসরি জড়িত। তারা রাষ্ট্র ক্ষমতায় এলেই, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করে। আজ তারা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্রে লিপ্ত । আজ যারা হত্যার রাজনীতি করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সেই জন্য সকল নেতা কর্মীদের সোচ্চার হতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, সম্পাদক শাহা আলম, উপজেলা আঃলীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লব কাজিপুর পৌরআওয়ামীলীগের সভাপতি জিএম তালুকদার, সম্পাদক তাসির উদ্দিন , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ উপজেলা আঃলীগ ও সহ যো প্রমুখ। এ সময় বক্তারা বিএনপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকান্ডের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আসেন মর্মে হুশিয়ার করে দেন।

Development by: webnewsdesign.com