কাজিপুরে আরচেস কর্তৃক আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ

কাজিপুরে আরচেস কর্তৃক আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
apps

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস (১ অক্টোবর) ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর আর্থিক কারিগরি সহযোগিতায় কাজিপুরের সামাজিক সংগঠন আরচেস এর বাস্তবায়নে পৌর এলাকার আরচেস জোনাল কার্যালয়ে র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার মোঃ আনোয়ারুল হক।সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানার এস আই আবু বকর সিদ্দিক।

আরচেস কাজিপুর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী আব্দুর রাজ্জাকের পরিচালনায় বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা ইউনিয়ন প্রবীন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় উপস্থিত সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সহকারী সমন্বয়কারি সাথী খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রবীনব্যক্তিবর্গ ও প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠী।

উল্লেখ যে সংগঠন টি প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে কাজ করে যাচ্ছে।

Development by: webnewsdesign.com