সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাংগা আফজাল হোসেন মোমেরিয়াল ডিগ্রি কলেজের নিজেদের উদ্যোগেও অর্থায়ণে মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।উদ্বোধন শেষে তিনি কলেজ মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন ।
এসময় এমপি জয় কলেজ পরিচালনা কমিটিসহ শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও বাহবা জানান। তিনি বলেন, আমার মরহুম পিতা এই কলেজের দ্বিতল একাডেমিক পাকা ভবন করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি ডিজিটাল ল্যাব দেবার। আপনারা নিজেদের উদ্যোগে যে কাজগুলো করছেন সেটি অন্য যেকোন প্রতিষ্ঠানের জন্যে দৃষ্টান্ত হতে পারে। এই সাহসী পদক্ষেপের জন্যে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি শামছ ই ইলাহী অনুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মিনু।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, চালিতাডাংগা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা যুব লীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী, আঃলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
কলেজের মুল ফটক ও প্রাচীর নির্মাণের ফলে কলেজের দীর্ঘদিনের কষ্ট দুর হবে।
Development by: webnewsdesign.com