কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | ৫:২৯ অপরাহ্ণ

কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
apps

“আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন” ।এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানব বন্ধনে উপজেলা পরিষদ বর্গ,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,মুক্তি যোদ্ধা গন, শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের এক অংশ, বি এন সি সিসহ নানা পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় স্বাগতিক বক্তব্য রাখেন , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, গাজী আব্দুস সালাম, সোনামুখী দুঃস্থ নারী ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি হুসনে আরা আরজু বেবী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি আরচেস সহ বিভিন্ন পেশার মানুষ।

Development by: webnewsdesign.com