বিশ্ব জুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে সিরাজগন্জের কাজিপুরে পালিত হয়েছে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
শুক্রবার ৩ রা ডিসেম্বর) কাজিপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে অংশ নেয় উপজেলা সদর প্রতিবন্ধী বিদ্যালয়,এ ওয়ান শিশু স্বর্গ অটিস্টিক স্কুল, উদগাড়ি উল্লাপাড়া আর্দশ প্রতিবন্ধী বিদ্যালয়,ফ্রিডম অটিস্টিক এন্ড ডিজেবল স্কুল, মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও আমেনা মনসুর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।অনুষ্ঠানটি পরিচালনা করেন এ ওয়ান শিশু স্বর্গ অটিস্টিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিনুল ইসলাম। আর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলার আহবায়ক মোছাঃ রিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন ও বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে , ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন।”
Development by: webnewsdesign.com