সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্ৰামে এক বসতবাড়িতে আগুনে চারটি ঘর ও আসবাবপত্র সহ গবাদি পশু পুড়ে ভস্মীভূত হয়েছে।ঘটনা ঐ গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুস সোবহানের বাড়িতে গত রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাজিপুর কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম সিজার এর নেতৃত্বে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ইতোমধ্যে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কাজিপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ।
আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।স্থানীয় সোনামুখি ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, উল্লেখিত সময়ে, মূহুর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়লে সোবহানের ৪টি টিনের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র গবাদিপশু, হাসঁ, মুরগী পুড়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। পরে কাজিপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করেন।
Development by: webnewsdesign.com