কাজিপুরে অভ্যন্তরীন বোরো ধান ও গম সংগ্রহের শুভ উদ্বোধন

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ

কাজিপুরে অভ্যন্তরীন বোরো ধান ও গম সংগ্রহের শুভ উদ্বোধন
apps

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও গম সংগ্রহ ২০২১ মৌসুম এর ধান ও গম ক্রয় শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে কাজিপুর খাদ্য বিভাগের আয়োজনে কাজিপুর এলএসডি মেঘাই চত্ত্বরে এই উদ্ভোধন অনুষ্ঠিত হয়।

এ সময় ২ জন কৃষকের কাছ থেকে ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ও গম ২৮ টাকা দরে ক্রয় করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় ১ হাজার ৮১৫ মেট্টিক টন ধান এবং ১৫৩ মেট্টিক টন গম ক্রয় করা হবে। একজন কৃষক সর্বচ্চ ৩ মেট্টিক টন ধান বিক্রয় করতে পারবে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হন সিরাজগঞ্জ-১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন প্রধানমন্ত্রীর দৃঢ নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণ । কাজিপুরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রয়োজন হলে এর চেয়ে বেশি ধান ক্রয় করা হবে।

তিনি খাদ্য গুদামগুলোতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মান সম্মত ধান, গম ক্রয় করার পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভজিদ রায়। ওসি এলএসডি এসএম মিজানুর রহমান, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান, কাজিপুর থানা ইনচার্জ পঞ্চানন্দ সরকার, কাজিপুর চাউলকল মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সহ ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৯

Development by: webnewsdesign.com