সিরাজগঞ্জের কাজিপুরে চলতি বছরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৩ ইং উদ্বোধন করা হয়েছে। মঙ্গরবার ৯ মে দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে মেঘাই (কাজিপুর) খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।খাদ্য গুদাম অফিসার ইনচার্জ পলাশ কুমার সুত্রধরের পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন । বক্তব্য রাখেন কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যান্যসদস্যবৃন্দ ও আঃলীগের নেতাকর্মী বৃন্দ।
উপজেলা খাদ্য গুদাম কার্যালয় সুত্রে জানা গেছে চলতি মৌসুমে কাজিপুরে বোরো ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে১০২৫ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ২১০৫ মেট্রিকটন । ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩০ টাকা, চাল ৪৪ টাকা ও গমের লক্ষ্যমাত্রা ৭৯ মেঃটন, প্রতি কেজি গমের দাম ৩৫ টাকা নির্ধারন করা হয়েছে।
Development by: webnewsdesign.com