ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের এলজিডি সেবা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনলাইন ভিত্তিক ডিজিটাল পৌর নাগরিক সেবা কার্ডের কার্যক্রমের সিরাজগঞ্জের কাজিপুরে শুভ উদ্বোধন করা হয়েছে।” ডিজিটাল নাগরিক সেবা কার্ড,ঘরে বসে অনলাইনে সেবা গ্রহন করুন ” জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগান কে সামনে রেখে কাজিপুর পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। ১৯ নভেম্বর সকালে কাজিপুর পৌরসভার বাস্তবায়নে পৌরসভার চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।তিনি বলেন,
“পৌরসভা পর্যায়ে সকল বাসিন্দাদের অনলাইনে সেবা প্রদান কার্যক্রম এর সুফল জনগণ এবং জনপ্রতিনিধি উভয় পক্ষই ভোগ করবে, যা স্থানীয় সরকার পর্যায়ে জনগণের সেবা মানুষের দোরগোড়ায় নয় মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সক্ষম হবে। এর কার্যক্রমের ফলে কাজিপুর পৌরসভা বাংলাদেশের একটি মডেল পৌরসভায় পরিণত হওয়ার আশা ব্যক্ত করেন প্রধান অতিথি ।” পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার বলেন,
কাজিপুর পৌরসভার সেবার মান বাড়াতে পৌর নাগরিকদের সকল ধরণের সেবা সঠিকভাবে প্রদান ও সহজতর করার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে নাগরিকদের ডিজিটাল নাগরিক সেবা কার্ড প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করতে ও স্থানীয় সংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় কে কাজিপুর পৌরসভা কে একটি মডেল পৌরসভা গড়তে পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ পৌর নাগরিক সহ সকলকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা পরিষদের সদস্য মোসলেম উদ্দিন তালুকদার। কাউন্সিলর আল – ফাইদ মন্জুর সোহেল এর পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র জিএম তালুকদার মধু, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, পৌর সচিব লুৎফর রহমান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম সহ পৌর কাউন্সিলর বৃন্দ। এই সময় পৌরসভার কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলরদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করেন
Development by: webnewsdesign.com