বৈশ্বিক মহামারি করোনায় ২য় ঢেউয়ে লকডাউন চলমান থাকায় কর্মহীন,,অটোরিকসা শ্রমিক, অটোবাইক,অটোভ্যান শ্রমিক, নৌ শ্রমিক,করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায়, হতদরিদ্র শতাধিক ম্রমিক পরিবার পেলো প্রধান মন্ত্রাীর উপহার সামগ্রী ।
সোমবার (২৬জুলাই) বিকালে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মেঘাই নৌকাঘাটে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপহার মানবিক সহায়তা কর্মসুচির আওতায় এ
ই কার্যক্রমের বিতরণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,পি আইও শাহাআলম মোল্লা ।এ সময় প্রতিটি পরিবারের মাঝে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু,২ কেজি ডাল,১ লিটার তৈল, ,১ কেজি লবন স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হয়।
Development by: webnewsdesign.com