কাজিপুরের মানুষের কল্যাণে ৫ পরিকল্পনার প্রতিশ্রুতি দিলেন নৌকার মাঝি জয়

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

কাজিপুরের মানুষের কল্যাণে ৫ পরিকল্পনার প্রতিশ্রুতি দিলেন নৌকার মাঝি জয়
apps

আওয়মীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে শুন্য ঘোষিত জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নাসিম পুত্র সাবেক সংসদ সদস্য তরুণ নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় তার নির্বাচনী এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

এর অংশ হিসেবে তিনি সোমবার রাত্রী ৮টায় কাজিপুরে ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মুসলিমপাড়া গ্রামে টি,এম আতিকুর রহমান চেয়ারম্যানের বাড়িতে পথ সভায় অংশগ্রহণ করেন।

তিনি এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের উন্নয়নের ধারক-বাহক। বাবা মোহাম্মাদ নাসিমের অবর্তমানে উন্নয়ন মুখর কাজিপুরে নৌকার জয় সমুন্নত রেখে আজীবন মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়ও তিনি ৫ টি জনকল্যাণমূলক কাজ অগ্ৰাধিকার ভিত্তিতে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

১. এলাকার জলাবদ্ধতা দূর করে ফসলি জমির উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা।

২. চরের যে অংশগুলোতে বিদ্যুতের সংযোগ যায়নি, সেসব এলাকায় বিদ্যুতায়ন এবং সোলারের ব্যবস্থা বৃদ্ধি করা।

৩. প্রস্তাবিত কাজিপুর নদীবন্দরের কাজ যত দ্রুত সম্ভব শেষ করা।

৪. প্রধানমন্ত্রী ঘোষিত শেখ কামাল হাইটেক পার্কের কাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৫. প্রায় ৮০ শতাংশ সড়কের কাজ ইতোমধ্যে শেষ, বাকি ২০ শতাংশ কাজও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা।

এছাড়াও বক্তব্য রাখেন, কাজিপুর ইউপি চেয়ারম্যান টি্,এম আতিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, মেঘাই উচ্চ বিদ্যালেয়ের আজীবন দাতা সদস্য খালেদ মোশারফ রুবেল তালূকদার, ইউপি সদস্য আমিনুল ইসলাম তোতা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক তালুকদারের সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি আবু সাইদ তালুকদার।

Development by: webnewsdesign.com