কাজিপুরের প্রত্যন্ত চরে করোনা পরীক্ষা শুরু

সোমবার, ১২ জুলাই ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ

কাজিপুরের প্রত্যন্ত চরে করোনা পরীক্ষা শুরু
apps

সিরাজগঞ্জের কাজিপুরে করোনা সংক্রমণের হার দিন দিন বেড়ে চলেছে। উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৬ টি ইউনিয়নের দেড় লাখ মানুষের ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি-জ্বরের প্রাদুর্ভাব। যমুনা পাড়ি দিয়ে উপজেলা সদরে এসে পরীক্ষা- নিরীক্ষা করা চরবাসির জন্যে কষ্টকর।

এসব বিবেচনায় সোমবার( ১২ জুলাই) সকালে নাটুয়ারপাড়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শুরু হয়েছে করোনা পরীক্ষা ক্যাম্প।(র‌্যাপিড এন্টিজেন টেস্ট ক্যাম্প)।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্তার ব্যবস্থাপনায় এক সপ্তাহ এই টেস্ট ক্যাম্প থেকে চরবাসী করোনা পরীক্ষা করাতে পারবেন বলে জানা গেছে। এবিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।

জানান কাজিপুরে সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়ের নির্দেশনায় ও পরামর্শ ক্রমে এ কর্মসুচি নেওয়া হয়েছে এতে উপজেলা ছাত্র লীগ সহযোগিতা করছে।

সোমবার (১২ জুলাই) সকালে এই টেস্ট কার্যক্রামের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। কাজিপুর উপজেলা ছাত্রলীগ এই ক্যাম্পিং এর সাথে সহযোগিতা ও করোনা পরীক্ষা করাতে জনগণকে উদ্বুদ্ধ করছে।

এসময় উপস্থিতছিলেন , উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আবু সায়েম, নাটুয়াপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক বেল্লাল হোসেন সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ প্রমূখ।

Development by: webnewsdesign.com