কাজিপুরের ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ণ

কাজিপুরের ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার
apps

কাজিপুর থানার এজাহারভুক্ত আসামি কুমিল্লার জেলার বড়ুরা উপজেলার ডিমরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ টিম।

গতকাল রাতে র‍্যাবের কারিগরি সহযোগিতায় কাজিপুর থানা ও নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য তাকে গ্রেফতার করে।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম জানান, কাজিপুর থানার মামলা নং ০৫, তারিখ-১১/০৩/২৫ খ্রীঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ০৩) এর এজাহার নামীয় গ্রেফতারকৃত মূল আসামি ১। মোঃ আলমগীর কবির (৪৫) দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বাইরে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। অনেক চেষ্টায় আজকে ধরতে সক্ষম হয়েছে।

উল্লেখ যে, গত ১১ মার্চ আসমা খাতুন (২২) পিতা: আসমত আলী, সাং-কালিকাপুর, ইউনিয়ন কাজিপুর বাদী হয়ে মামলা করে। আসামি উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়নের কালিকাপুর গ্রামের শাহজালালের পুত্র আলমগীর হোসেন (৪৫) ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে ২৮/২/২৫ তারিখে ভূট্রার জমিতে ডেকে নিয়ে একা পেয়ে আসামি জোরপূর্বক ধর্ষণ করে।

আজ আসামীকে সাত দিনের রিমান্ড চেয়ে কাজিপুর থানা পুলিশ সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

Development by: webnewsdesign.com