কাজিপুরের চালিতাডাঙ্গা ইউপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

কাজিপুরের চালিতাডাঙ্গা ইউপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত
apps

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের জনসাধারণের অংশগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং জন অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে ওয়ার্ড সভা ভানুডাঙ্গা সঃপ্রাঃবিঃ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ৮নং ওয়ার্ডের চর ভানুডাঙ্গা এবং ৯নং ওয়ার্ডের ভানুডাঙ্গা, সোহাগীপাড়া ও পশ্চিম খুকশিয়া গ্ৰামের শিক্ষক, কৃষক, গৃহিণীসহ বিভিন্ন পেশার গন্যমাণ্য ও জনসাধারণের উপস্থিতি ছিল।

এছাড়াও দুপুরে ৭নং ওয়ার্ডের হাটশিরা, হাজরাহাটি ও লক্ষিপুর গ্ৰামের জনসাধারণের অংশগ্রহণে হাটশিরা বাজারে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত কর্মকান্ড সমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্নয়নমূলকসহ বিষয়ে আলোচনা হয়।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মঞ্জিরা খাতুন। ৮নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান নান্নু এবং ৯নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদের সভাপতিত্ব করেন।

Development by: webnewsdesign.com