কাজিপুরের ইউএনও আগমনে বাল্য বিবাহ পন্ড

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ১২:১০ অপরাহ্ণ

কাজিপুরের ইউএনও আগমনে বাল্য বিবাহ পন্ড
apps

চলমান করোনামহামারি লকডাউন চলাকালে দিনের বেলায় চলছিলো বিয়ের প্রস্তুতি। বিয়ের আয়োজন সম্পর্ণ হয়েছে । কনের বাড়ির সবাই বরের জন্যে অপেক্ষায়। কিন্তু দুপুর না হতেই গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে বর নয় হাজির হলেন কাজিপুরে ইউএনও। আর তাতেই বিয়ের সব আয়োজনে ভেস্তে যায় । ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মধ্যপাড়ায়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও স্থানীয়সূত্রে জানা গেছে, হরিনাথপুরের আল আমিন মিয়ার দশম শ্রেণি পড়ুয়া মেয়ে আয়শা খাতুনের বিয়ে ঠিক হয়েছিলো পাশের ধুনট উপজেলায়। প্রায় ২০০-২৫০ জন মানুষের আয়োজন। কিন্তু হঠাৎ করে ভেস্তে গেল বিয়ের প্রস্তুতি।

গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার(৬ আগস্ট) বেলা বারটায় কনের বাড়িতে টহলরত সেনাবাহিনী ও আনসার সদস্যদের সাথে নিয়ে উপস্থিত হন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী। এসময় ইউএনওকে নানাভাবে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে মেয়েপক্ষের লোকজন। কিন্ত প্রস্তুতির ধরণ দেখে ব্যাপক জিজ্ঞাসাবাদে মেয়ের দাদা ফজলুল হক স্বীকার করেন তার নাতনির বিয়ের আয়োজন চলছিলো। এরপর ইউএনও সেই বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং কনেপক্ষকে পনের হাজার টাকা জরিমানা করেন। রান্না করা খাবার এতিম বাচ্চাদের জন্য বিতরণের নির্দেশদেন।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, করোনাকালে জনসমাগম করা এবং বাল্যবিয়ে দুটোই আইনত দন্ডনীয় অপরাধ। তাৎক্ষণিক কনেপক্ষকে অর্থদন্ড করা হয়েছে এবং বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।যদি এর ব্যতয় ঘটে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com