সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী আঃলীগের প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের মুখ্যপাত্র প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাজিপুরে দোয়া মাহফিল ও স্বরণ সভার আয়োজন করে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ।
সোমবার (১৩ জুন) বেলা ১১ টায় উপজেলা শহিদ এম মনসুর আলী অডিটোরিয়াম অনুষ্ঠিত দোয়া মাহফিল ওস্মরণ সভায় ভারচুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
এ সময় তিনি বলেন, আমার পিতা জননেতা মোহাম্মদ নাসিম ছিলেন সাহসী ও নির্ভীক জনদরদী, করোনা ভাইরাসকে পরোয়া না করে, বার বার কাজিপুরে ছূটে এসেছেন। তিনি অবশেষে সেই করোনাতেই মৃত্যু বরণ করেন। তার প্রচেষ্টাতেই উপজেলা সহ অন্যান্য অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।যার সুফল ভোগ করছেন কাজিপুর বাসি।
তিনি আরও বলেন, তার মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোন দিন ই পুরুন হবার নয়। তিনি ছিলেন কাজিপুর তথা সিরাজগঞ্জের উন্নয়নের যাদুকর,তারই নেতৃত্বে সিরাজগঞ্জ তথা কাজিপুরে সরকারি বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে। তিনি নেতা কর্মী ও সাধারণ জনগণকে মুহূর্তের মধ্যে আপন করে নিতেন,তার সময়ে কোন মাস্তানী, চাঁদাবাজি, দুর্নীতিবাজরা মাথা তুলে কথা বলতে সাহস পেত না।
উক্ত সভায়সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার ও সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার । সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পৌর মেয়র ও উপজেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা মহিলা আঃলীগের সম্পাদিকা রেহেনা পারভিন,উপজেলা আঃলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন, আব্দুর রাজ্জাক রাজ মহর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলাম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার,সভাপতি আব্দুর রহিম মাস্টার প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা সহ বিভিন্ন ইউনিয়ন আঃলীগের সভাপতি / সম্পাদক বৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
পরে মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৩ জুন ঢাকায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল ফরমান।
Development by: webnewsdesign.com