সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচারণা শেষে হোটেলের খাবার খেয়ে ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার(১৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
অসুস্থদের পরিবারের স্বজনরা বলেন, বুধবার বিকেলে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আতাউর রহমানের সমর্থকরা বিভিন্ন স্থানে প্রচারণা চালান। প্রচারণা শেষে মাহমুদপুর বেলতলা মহর শেখের দোকানে ডালপুরি ও চা খান তারা। এরপর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অসুস্থরা হলেন- রিপন, অন্তর, বিপ্লব, সাগর, জিহাদ, তাইম শেখ, রাজিব, আকাশ ও ফারুক।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান জানান, হোটেলের বিষাক্ত খাবার খেয়ে ৯ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com