কাঁদলেন কিম, জনসাধারণের কাছে প্রকাশ্যে চাইলেন ক্ষমা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | ১২:৫৫ অপরাহ্ণ

কাঁদলেন কিম, জনসাধারণের কাছে প্রকাশ্যে চাইলেন ক্ষমা
apps

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সবসময়ই খবরের শিরোনাম হন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। মহামারি করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় জনসাধারণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। এ সময় তাকে চোখ মুছতেও দেখা যায়।

এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়ার মানুষের প্রত্যাশা মতো আমি কাজ করতে পারিনি। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এসব বলার সময় কিমকে নিজের চশমা খুলে চোখ মুছতেও দেখা যায়।

কিম জং উন আরো বলেন, কিম ২ সাং ও কিম জগ ইলের উদ্দেশ্য পূরণ করার জন্য দেশের মানুষ আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে। কিন্তু আমি অত্যন্ত চেষ্টা করেও নাগরিকদের জীবনের সব অসুবিধা কমাতে পারিনি। এর জন্য আমার আফসোস রয়েছে।

নিজের আবেগময় বক্তৃতায় করোনার জেরে সারা বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং সময়ের কথা উল্লেখ করেন কিম। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। যদিও আমেরিকা নিয়ে তেমন কিছু বলেন।

Development by: webnewsdesign.com