কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর হবে : তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | ৫:৪৪ অপরাহ্ণ

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর হবে : তথ্যমন্ত্রী
কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর হবে : তথ্যমন্ত্রী
apps

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কাঁচা মরিচের সিন্ডিকেট ইস্যুতে ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম কমাতে সরকার ভারত থেকে আমদানি করার সুযোগ দিয়েছে। কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতার ট্রেন্ড হয়ে গেছে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। তারা এ নিয়ে কাজ করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, অর্থনীতির সূচকগুলো কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে, রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, রিজার্ভ বেড়েছে। আমাদের রপ্তানি আয় বেড়েছে। এগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মন্দা সত্ত্বেও দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক চাকা সঠিকভাবে চলছে।

Development by: webnewsdesign.com