তিন হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে সুইডিশ টেলিকম অপারেটর তেলিয়া। তাদের মধ্যে সুইডেনে ১৪০০ এবং বাকিগুলো বিভিন্ন দেশে ভাগ করা হবে। বুধবার প্রতিষ্ঠানটি বলেছে, তাদের খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে তিন হাজার কর্মীকে চাকরিচ্যুত করবে। এতে তাদের প্রায় ২৫০ মিলিয়ন ডলার বার্ষিক সঞ্চয় হবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে তেলিয়ার লক্ষ্য ২০২৪ সালের মধ্যে ৩ হাজার কর্মী ছাঁটাই করা। এই সংখ্যা সংস্থার মোট কর্মীদের প্রায় ১৫ শতাংশ। প্রতিষ্ঠানটির সিইও জানানয়, এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে তেলিয়ার দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করার জন্য এ রকম সিদ্ধান্ত নিতে হচ্ছে।
সুইডিশ বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর সংস্থা তেলিয়া। যা সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ায় ব্যবসা পরিচালনা করছে।
সূত্র : ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল
Development by: webnewsdesign.com