ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করতে হবে।
তবে জরুরি বিভাগ, জরুরি ওটি, আইসিইউ, পিআইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। দাবি আদায় না হলে বুধবারও তারা কর্মবিরতি পালন করবেন।
নার্সরা জানান, ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি করা হয়েছে। দাবি না মানলে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
Development by: webnewsdesign.com