করোনা ঝুকির মধ্যে কঠোর অবস্থানে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ

বুধবার, ২১ এপ্রিল ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ

করোনা ঝুকির মধ্যে কঠোর অবস্থানে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ
apps

সারাদেশে যখন করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে তখন গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মোঃ শাখাওয়াত হোসেন।

জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কঠোর অবস্থানে রয়েছে। এ সময় যানচলাচল নিয়ন্ত্রণসহ অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া মানুষদেরও ঘরে ফেরাতে মাইকিং করে যাচ্ছে ওসি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কটিতে এমনিতেই সবসময় যানবাহনের চাপ থাকে। সাম্প্রতিক সময়ে পৃথিবীব্যাপী করোনার প্রভাব বাড়ায় সরকার করোনার বিস্তার রোধে নানামুখী পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে যাত্রীবাহী যানচলাচল বন্ধ করে দেয়। তবে পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেয়। এদিকে যাত্রীবাহী যানচলাচল বন্ধ হলেও মানুষ নিত্য প্রয়োজনে ঘর থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী গাড়িতে যাতায়াত করা শুরু করলে সরকার পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি, কন্টেইনার বা পিকআপে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে।

সরকারি দায়িত্ব পালনে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দেওয়া শুরু করে। এ সময় হাইওয়ে পুলিশ সদস্যরা যাত্রীবাহী যানচলাচল বন্ধসহ পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে কঠোর অবস্থান গ্রহন করে। হাইওয়ে পুলিশ সদস্যরা একই সময় মাইকযোগে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া লোকজনদের ঘরে অবস্থানের আহ্বান জানায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ শাখাওয়াত হোসেন বলেন, এবারে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক মহাসড়কে সর্বাত্মকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে নির্ধারিত সময় পযন্ত মাঠে থাকবে হাইওয়ে পুলিশ।

তিনি আরও বলেন, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ছাড়াও মাইকিং করা হচ্ছে। দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় পুলিশের অন্যান্য ইউনিটের মত হাইওয়ে পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১

Development by: webnewsdesign.com