করোনা জার্মানিতে একদিনে ৫০ হাজারের বেশি শনাক্ত

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | ৫:১৬ অপরাহ্ণ

করোনা জার্মানিতে একদিনে ৫০ হাজারের বেশি শনাক্ত
apps

করোনা মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো জার্মানিতে একদিনে ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১৯৬ জন। জার্মানিতে করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। খবর এনডিটিভির।

জার্মানিতে এ পর্যন্ত ৪৮ লাখ ৭৫ হাজার ৫৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ৯৭ হাজার ৫৯৯ জন। এদিকে বিশ্বজুড়ে আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৬১৮ জন। এছাড়া ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লাখ ৯১ হাজার ৪৬৫ জনে। মহামারির শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৫ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৯৪ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৬৫০ জন।

Development by: webnewsdesign.com