করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যায়ক্রমে ভালোর দিকে যাচ্ছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শ্বাসকষ্ট নেই, গলাব্যথা নেই, শারীরিক অবস্থা স্থিতিশীল। তার শরীরের তাপমাত্রও ঠিক ছিল।
করোনায় আক্রান্ত হওয়ার পর আজ খালেদা জিয়ার ১৩তম দিন চলছে। আগামী সপ্তাহে আবারও করোনা পরীক্ষা করার পরিকল্পনা আছে। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ বাকি আটজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের অবস্থাও ভালো বলে জানিয়েছেন এই চিকিৎসক।
গত ১০ এপ্রিল করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। পরদিন পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও আটজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
Development by: webnewsdesign.com