ভারতে বেড়েই চলছে করোনার দাপট। পর্দার তারকাদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। এবার দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি জানিয়েছেন তিনি নিজেই।
বুধবার (২৮ এপ্রিল) দেয়া পোস্টে অভিনেতা লেখেন, ‘কোভিড টেস্টে আমি পজিটিভ। বাসায় আইসোলেশনে আছি এবং বিধিনিষেধ মেনে চলছি। আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিলেন তাদের করোনা পরীক্ষার অনুরোধ করছি।’
তিনি আরও লেখেন, ‘আমাকে নিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের চিন্তিত না হওয়ার অনুরোধ করছি। আমি ভালো আছি। আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ পেলে ভ্যাকসিন গ্রহণ করুন।’
এর আগে চিত্রনায়িকা পূজা হেগড়ে, অর্জুন রামপাল, সোনু সুদ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকার, কার্তিক আরিয়ান, আমির খান, গোবিন্দ করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠেছেন।
Development by: webnewsdesign.com