করোনায় সাংহাইয়ে প্রথম তিনজনের মৃত্যু

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | ১:১২ অপরাহ্ণ

করোনায় সাংহাইয়ে প্রথম তিনজনের মৃত্যু
apps

চীনের সাংহাইয়ে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাংহাই শহরের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সাংহাই শহর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় মারা যাওয়া তিনজনের বয়স ৮৯ থেকে ৯১ বছর। তাদের কেউই করোনা টিকা নেননি।সাংহাইয়ের সরকারি কর্মকর্তারা বলেছেন, ষাটোর্ধ্বদের মধ্যে ৩৮ শতাংশ করোনার দুটি করে টিকা নিয়েছেন।

সাংহাই শহরে গণহারে করোনা পরীক্ষার আরেকটি রাউন্ড শুরু হতে যাচ্ছে। ফলে বেশিরভাগ বাসিন্দাদের জন্য কঠোর লকডাউন চতুর্থ সপ্তাহেও অব্যাহত থাকবে।

করোনাভাইরাস মহামারির শুরুটা চীনে হলেও সাংহাইয়ে এতোদিন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সেখানে সোমবার তিনজনের মৃত্যুকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে।

সূত্র: বিবিসি।

Development by: webnewsdesign.com