করোনায় মৃত্যুপুরী ভারত, একদিনে সর্বোচ্চ ১৫০১ জনের মৃত্যু

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ১১:২২ পূর্বাহ্ণ

করোনায় মৃত্যুপুরী ভারত, একদিনে সর্বোচ্চ ১৫০১ জনের মৃত্যু
apps

করোনাভাইরাসে (কোবিড-১৯) মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। দেশটিতে এখন প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। আগের দিনের রেকর্ড পরের দিন ভেঙে যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৫০১ জন মারা গেছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। খবর এনডিটিভির।

রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন।

Development by: webnewsdesign.com