করোনাভাইরাসের প্রকোপে দিশেহারা গোটা ভারত। এই অবস্থার মধ্যেও চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এর জন্য আয়োজকদের পড়তে হচ্ছে নানা সমালোচনার মুখে।
এর মধ্যেই আইপিএল থেকে আসছে একের পর এক আর্থিক অনুদান। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি দল থেকেও আসছে সহায়তা। রাজস্থান রয়্যালস ঘোষণা দিয়েছে সাড়ে ৭ কোটি টাকা অনুদানের। এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তার মাধ্যমে দলের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।
করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য আইপিএলের একটি ম্যাচে বিশেষ জার্সি পরে খেলবেন বিরাট কোহলিরা। আকাশি নীল রঙের সেই জার্সিতে তাদের দলীয় লোগোতে থাকবে মাস্ক। যা মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা জানাবে সবাইকে।
নতুন এই জার্সিতে সব খেলোয়াড়ের অটোগ্রাফ নিয়ে সেগুলো নিলামে তুলবে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে প্রাপ্ত পুরো অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে করোনা মোকাবিলায় গঠিত ফান্ডে। এর বাইরেও আলাদাভাবে আর্থিক সাহায্য করবে ব্যাঙ্গালুরু।
Development by: webnewsdesign.com