করোনায় প্রাণ হারালেন বাংলাদেশের সাবেক ফুটবলার কল্লোল

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ৫:৩৯ অপরাহ্ণ

করোনায় প্রাণ হারালেন বাংলাদেশের সাবেক ফুটবলার কল্লোল
apps

করোনায় প্রতিনিয়ত ঝরে যাচ্ছে প্রাণ। ক্রীড়াঙ্গনেও করোনার ভয়াল থাবায় বিদায় নিয়েছেন অনেকে। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলো সাবেক ফুটবলার কল্লোল কুমার ঘোষের নাম।

রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।শুক্রবার(৬ আগস্ট) দিবাগত রাতে মারা যান তিনি। মাত্র ৪০ বছর বয়সে পৃথিবী ছাড়লেন এই সাবেক ফুটবলার। আজ শনিবার দুপুরে নিজ জেলা মাগুরায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

কল্লোল কুমার ঘোষ আসল নাম হলেও জুকু ডাকনামে ফুটবলাঙ্গনে পরিচিত ছিলেন। জুকুর আকস্মিক মৃত্যুতে বাফুফে, সোনালী অতীত ক্লাব শোক জানিয়েছে।

সাবেক জাতীয় ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘জুকু আমাদের চেয়ে বেশ কয়েক বছরের ছোট হলেও ভালো পরিচয় ছিল। তিনি ক্যারিয়ারে আরামবাগে বেশিরভাগ সময় কাটিয়েছেন। জাতীয় দলের ক্যাম্পেও ছিল কয়েকবার।’

Development by: webnewsdesign.com