দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ ঋষিঘাট ঐতিহ্যবাহী গঙ্গা স্নান বারুণী মেলা এবারেও স্থগিত করা হয়েছে। যারফলে আজ ২০ জুন মেলা বন্ধ রয়েছে। ঋষিঘাট গঙ্গা স্নান মন্দির কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, দিনাজপুর জেলায় বর্তমানে করোনার ভয়াবহ অবস্থা। সেই সাথে গত বছরের ন্যায় এবারেও ঘোড়াঘাট উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় লকডাউন চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মেলা, বিবাহ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।
প্রতিবছর আজকের দিনে ঐতিহ্যবাহী এই মেলায় আশপাশের ও বহু দূর-দূরান্তর থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার -হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। সে কারনে ঋষিঘাট ঐতিহ্যবাহী গঙ্গা স্নান বারুণী মেলা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য প্রতি বছর ২০ জুন ভোর থেকে গঙ্গা স্নান, পূজা, অর্চনা, র্কীতন,ভাগবত পাঠ, ভগবানের নিকট বিশেষ প্রার্থনাসহ হাজার-হাজার নারী -পুরুষ গঙ্গা স্নানের মধ্যে দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
Development by: webnewsdesign.com