করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই ট্রাম্পের কাছ থেকে: চিকিৎসক শন কনলি

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ১১:২৯ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই ট্রাম্পের কাছ থেকে: চিকিৎসক শন কনলি
apps

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমুনা পরীক্ষার মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসক শন কনলি জানিয়েছেন, ট্রাম্পের কাছ থেকে অন্যদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আর কোন ঝুঁকি নেই।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে শন কনলি জানিয়েছেন, ট্রাম্পের করোনা টেস্টে দেখা গেছে, তিনি এখন আর অন্যদের জন্য ঝুঁকির কারণ নন। প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনও প্রমাণ ও পাওয়া যায়নি।

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলির এ বিবৃতির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। এমনকি, ট্রাম্পের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে কি না সেটা এখনও নিশ্চিত করেনি কেউ।

এদিকে, শনিবার বিকেলে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো জনসমাবেশে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের সামনে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি।

ব্যালকনিতে আসার সময় মাস্ক পরা থাকলেও সেখানে গিয়েই মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে সমবেত কয়েকশ’ সমর্থকের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না।

এসময় মার্কিন প্রেসিডেন্ট করোনা ভাইরাসকে আবারও ‘চীনা ভাইরাস’ উল্লেখ করে। তিনি জানান, খুব শিগগিরই এর ভ্যাকসিন আসছে।

আগামী সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও আইওয়া যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।যদিও এখনও করোনা টেস্টে নেগেটিভ আসেনি, তবুও চলতি সপ্তাহেই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করতে চান ট্রাম্প।

Development by: webnewsdesign.com