করোনায় আক্রান্ত বিএনপি নেতা ডা.শাহরিয়ার চৌধুরী 

সোমবার, ০৯ আগস্ট ২০২১ | ৩:৩১ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত বিএনপি নেতা ডা.শাহরিয়ার চৌধুরী 
apps

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। এই তথ্য নিশ্চিত করেছেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান।

রোববার (৮ আগস্ট) ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর করোনা পরীক্ষা করানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে।

ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান বলেন, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী গত কিছুদিন ধরে মৃদু সংক্রমণে ভুগছিলেন, আজ ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর করোনা পরীক্ষা করানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে।

তাৎক্ষনিক কভিড ১৯ চিকিৎসকদের পরামর্শে উনাকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের কভিড আইসোলেশন ইউনিটের কেবিন ব্লকে ভর্তি করে চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে।

বর্তমান উনার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। যেহেতু উনি হাইপারটেনশনের রুগী তাই উনাকে নিয়ে চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আশা করছি উনি অতি শীগ্রই সুস্থ হয়ে উঠবেন।

তার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ডা. মো. শাকিলুর রহমান।

Development by: webnewsdesign.com