করোনার কারণে পেছানো হলো আরও দুটি বিশ্বকাপ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৩:৫৯ অপরাহ্ণ

করোনার কারণে পেছানো হলো আরও দুটি বিশ্বকাপ
apps

করোনাভাইরাসের কারণে এক বছর পেছানো হয়েছিল ২০২০ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। তারিখ পিছিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এর পরই সুবিধাজনক সময়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ আয়োজনের কথা বলা হয়েছিল।

এবার ফিফা জানাল, ২০২০ নারীদের এ দুই বিশ্বকাপ বাতিল করা হয়েছে। আগামী বছরেও করোনাভাইরাসের প্রকোপ থাকায় কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। যে কারণে ২০২০ সালের বিশ্বকাপটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফিফা আরও জানিয়েছে, ২০২০ সালের এই দুটি বিশ্বকাপের আয়োজক যে দুদেশ ছিল, পরেরবার আয়োজনের দায়িত্ব তাদের কাছেই রেখে দেয়া হয়েছে।

সে হিসাবে ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ভারতে এবং অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ কোস্টারিকাতেই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে এ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ফিফার কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপও ২০২০ মেয়েদের দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট বাতিল করার পক্ষে মত দিয়েছে। তবে ২০২২ টুর্নামেন্ট দুটি আয়োজনের অধিকার ২০২০ সালে যাদের হাতে ছিল তাদেরই থাকবে।’ তথ্যসূত্র: গোল ডট কম

Development by: webnewsdesign.com