করোনায় কর্মহীন হয়ে পড়া পবনকে রিক্সা উপহার দিলেন বরগুনা জেলা প্রশাসক

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ

করোনায় কর্মহীন হয়ে পড়া পবনকে রিক্সা উপহার দিলেন বরগুনা জেলা প্রশাসক
apps

মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পবন নামের এক অসহায় দরিদ্রকে রিক্সা উপহার দিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই রিক্সার চাবি হাতে তুলে দেন তিনি।

বরগুনা শহরের বটতলায় ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন । গত ১০ বছর ধরে ইস্কুলের ভ্যান চালাতেন কিন্তু করোনা মহামারীর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সংসার নিয়ে বিপাকে পড়ে যায় পবন।

তার শেষ সম্বল ভ্যানটিও বিক্রি করে দিয়ে কয়েক দিন সংসার চালিয়ে নিয়েছে। পরে ধারদেনা করে যখন জীবনের বোঝা চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। অবশেষে কোন উপায় না পেয়ে বরগুনা জেলা প্রশাসকের দ্বারস্থ হয়। তার কথা শুনে। তখন এই উদ্যোগটি হাতে নিয়েছে জেলা প্রশাসক।

আজ রিক্সাটি পেয়ে আনন্দে কেঁদে দিলেন অসহায়, দরিদ্র পবন।

Development by: webnewsdesign.com