করোনাভাইরাস’র গুজব ও মিথ্যা খবর প্রতিরোধে জনসচেতনামূলক অনুষ্ঠান

বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | ৮:০০ অপরাহ্ণ

করোনাভাইরাস’র গুজব ও মিথ্যা খবর প্রতিরোধে জনসচেতনামূলক অনুষ্ঠান
apps

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে গুজব, মিথ্যা খবর ব্যাপকভাবে ছড়িয়ে না পড়তে পারে সে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে রেডিও নলতা ৯৯.২ এফএম। বুধবার (২০ জানুয়ারি) ব্র্যাক কমিউনিকেশনের সার্বিক সহযোগীতায় রেডিও নলতা ৯৯.২ এফ এম সৌজন্যে এ টকশো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেডিও নলতার উপস্থাপক রাশিদা খাতুনের পরিচালনায় আলোচনা রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের মাস্টার ট্রেইনার ডা: সালাউদ্দীন, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম।

করোনা ভাইরাস নিয়ে কেন গুজব ছড়াচ্ছে, গুজব প্রতিরােধে কি করনীয়। শিশুদের করোনা ভাইরাস হয় না আবার যুবকরা এর ঝুকিতে নেই। এমনকি গুজব ছড়ানোর প্রতিকার ও শাস্তি নিয়ে আলোচনা ও সরসরি ফোন কলের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া হয়।

Development by: webnewsdesign.com