করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে গণসংগীতশিল্পী ফকির আলমগীর

শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | ৬:৪৬ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে গণসংগীতশিল্পী ফকির আলমগীর
apps

করোনায় আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর। তার ফুসফুস শতভাগ সংক্রমিত, পরিবার প্লাজমা খুঁজছে। শিল্পীর রক্তের গ্রুপ এ পজিটিভ।

তথ্যগুলো নিশ্চিত করেছেন ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর। তিনি বলেন, ‘চিকিৎসক কিছুক্ষণ আগেই এসব তথ্য জানিয়েছেন। আমরা প্লাজমা খুঁজছি। সবার কাছে দোয়া চাই।’

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফকির আলমগীরকে।

শিল্পীর স্ত্রী জানান, এক দিন আগে (১৪ জুলাই) তিনি করোনায় আক্রান্ত হন এবং তার চিকিৎসা বাসাতেই চলছিল।

ফকির আলমগীরের বয়স এখন ৭১। ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত তিনি। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিপ্লবী শিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’ নামের কিছু বইও লিখেছেন।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন ফকির আলমগীর।

Development by: webnewsdesign.com