আজ থেকে শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে টিকিট দেয়া হবে। আজ শনিবার (২৩ এপ্রিল) দেয়া হবে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট।
টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। প্রচণ্ড ভিড়ে টিকিট না-ও পেতে পারেন এমন চিন্তায় অনেকে শুক্রবারই স্টেশনে চলে আসেন। সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে তাদের।
এ সময় অনলাইনে টিকিটের ভোগান্তির কথা জানান অপেক্ষমান যাত্রীরা। তারা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে চান। সড়কপথে দীর্ঘ যানজটের আশঙ্কায় তারা রেলপথে যাত্রা করতে চান।
উল্লেখ্য, ২৩ এপ্রিল পাওয়া যাবে ২৭ এপ্রিলের টিকিট, ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মে’র টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। অগ্রিম টিকিট বিক্রি নির্ধারিত দিনে সকাল ৮টায় শুরু হবে। যেসব স্টেশনে টিকিট বিক্রি করা হবে, তার সবগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার থাকবে।
ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে পাঁচটি রেলস্টেশন থেকে। কেন্দ্রগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হবে।
এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।
Development by: webnewsdesign.com