কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির মানববন্ধন

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ | ৫:১৮ অপরাহ্ণ

কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির মানববন্ধন
apps

সিরিয়াল জটিলতা নিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জ রুটের সিএনজি অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমলগঞ্জের ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটি। বুধবার দুপুরে ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল মিয়া, সাধারন সম্পাদক সেলিম মিয়া, শমসেরনগর গ্রুপ কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারন সম্পাদক সজ্জাত আলী, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়া বিভিন্ন গ্রুপের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবি-দাওয়া না মানলে শ্রীমঙ্গলের সাথে ভানুগাছ সিএনজি চালকদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তারা বলেন, এর আগেও সিরিয়াল জটিলতা নিয়ে মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক হয়। পূর্বেত সালিশ বৈঠকে আমাদের দাবী দাওয়া মেনে বিচারকরা রায় দিলেও তারা তা মানতে নারাজ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে সিরিয়াল জটিলতা নিয়ে কমলগঞ্জ- শ্রীমঙ্গল রুটের ফুলবাড়ি চা বাগান গেইট সংলগ্ন এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সাথে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ১৭ জন আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Development by: webnewsdesign.com