কমলগঞ্জে আলোর পথিক সমাজকল্যাণ সংস্থার পূনাঙ্গ কমিটি গঠন।

রবিবার, ০৬ মার্চ ২০২২ | ১১:২৮ পূর্বাহ্ণ

কমলগঞ্জে আলোর পথিক সমাজকল্যাণ সংস্থার পূনাঙ্গ কমিটি গঠন।
apps

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ভানুগাছ বাজার অস্থায়ী কার্যালয়ে আলোর পথিক সমাজকল্যাণ সংস্থার ২০২২-২৩ ইং সনের পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। আলোর পথিকের সহ সভাপতি মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোর পথিকের উপদেষ্টা: প্রত্যুষ ধর ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা:গৌতম কর। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মো: আতিকুর রহমান কে সভাপতি, ও মো: সারোয়ার হোসেন ইমরান কে সাধারণ সম্পাদক, আয়ান মাহদি কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি :রিপন পাল সহ-সভাপতি : কাজী মিছবাহুর রহমান আজমী,ফাত্তাহ ইসলাম মুন্না,জাহাঙ্গীর হোসেন,রুজেল আহমদ, ইয়াকুব আলী,সুজন আহমদ,ইমন রহমান রাজীব,জুলফিকার আলী শুয়েব, মাহফুজুর রহমান মনির। যুগ্ম-সাধারণ সম্পাদক: হিফজুর রহমান,স্বদেশ রুদ্র পাল, এবি আল আমিন,সোহাগ আহমদ,রিফাতুর রহমান রিমন, ছাব্বির আহমদ ফাহমিদ,শাহজাহান আহমদ,পলাশ পাল। সহ-সাংগঠনিক সম্পাদক:ইমন আহমদ কামিল,ইশতিয়াক আহমদ জনি,সামাদুর রহমান সায়মন,তানভীর ইসলাম অমি,রায়হান আহমদ,তানভীর আহমদ আকাশ,ফাহিম আহমদ,সুজেল আহমদ।
প্রচার সম্পাদক:জাকির খান,উপ প্রচার সম্পাদক,জিল্লুর রহমান, উপ-প্রচার সম্পাদক,আব্দুস শহীদ, অর্থ সম্পাদক:নাঈম আহমদ,দপ্তর সম্পাদক: জামাল মিয়া ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক:শাহ ময়নুল হোসেন হৃদয়, উপ সমাজকল্যান বিষয়ক সম্পাদক,শাহ আলম,সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক:মো: আলম মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক:মিনহাজুর রহমান,উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক:সোহাগ আহমদ (২),তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক:রাজিব আহমদ , উপ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক: জুবায়ের আহমদ ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:মোশাররফ হোসেন শাহি,সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক:এ এস এম আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক:আব্দুল মোমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক:মো: ইফতি, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক:শাহরিয়ার হোসেন মাহি,পরিবেশ বিষয়ক সম্পাদক:খালেদ আহমদ,উপ পরিবেশ বিষয়ক সম্পাদক,মাহবুবুর রহমান পূর্ন। সদস্য: মোহাম্মদ হাসান, জাবেদ আহমদ,ফাহিম, শাহাদাত হোসেন জিবু প্রমুখ।

 

 

 

 

 

Development by: webnewsdesign.com