মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া এলাকা থেকে কামরুজ্জামান (৩৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল-ইসলাম এর এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। সোমবার দিবাগত মধ্যরাতে লাউয়াছড়া উদ্যানের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামের উম্মত মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল লাউয়াছড়া উদ্যানের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ১টি রিভলবার, ২৬টি জিহাদি বইসহ কামরুজ্জামানকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আটক কামরুজ্জামানকে কমলগঞ্জ থানায় সোর্পদ করে র্যাব।
এ ঘটনায় র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি মো. ফজলুল হক বাদী হয়ে অস্ত্র আইনে এবং জঙ্গী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জঙ্গী সদস্য কামরুজ্জামানকে মঙ্গলবার বিকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Development by: webnewsdesign.com