জানা যায়, দুর্ববৃত্তরা নদীতে বিষ প্রয়োগের ফলে অনেক মাছ মরে ভেসে উঠছে পানিতে। এসব মরা মাছ সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছে স্থানীয় লোকজন। একশ্রেণির মৎস্য শিকারি ধলাই নদীর উজানে বিষ প্রয়োগ করছে বলে স্থানীয়রা জানান। এতে নদীর বিভিন্ন পয়েন্টে মরা মাছ ভেসে উঠতে দেখা গেছে। এসব মরা মাছ বিষাক্ত জানার পরও লোকজন ধরতে মশারি জাল নিয়ে নদীতে নেমে পড়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকায় নদীর মাছ ও অন্যান্য জীববৈচিত্র্য মরে ভেসে উঠেছে।
সালাহ্উদ্দিন শুভ বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে ধলাই নদীতে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় এ ভাবে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধন করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, বিষ দিয়ে মাছ মারা শাস্তিযোগ্য অপরাধ। বিষে মরা মাছ রান্না করে খেলেও পেটের পীড়াসহ নানা রোগ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান। উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান বলেন, বিষয়টি জানা ছিল না। তবে সরেজমিন তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য বিভাগ মিলেই ধলাই নদী বিষ ছাড়া বন্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ধলাই নদীর পানিতে বিষ ছাড়ার বিষয়ে তিনি জানেন না। মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
Development by: webnewsdesign.com