কবে আসছে কেজিএফ চ্যাপটার ৩

সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

কবে আসছে কেজিএফ চ্যাপটার ৩
কবে আসছে কেজিএফ চ্যাপটার ৩
apps

২০২২ সালের ১৪ এপ্রিল যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপটার ২’ মুক্তি পেয়েছিল। সাড়া পড়ে যায় গোটা ভারত জুড়ে। সিকুয়েলও নিয়েও ভারতীদের আগ্রহের কমতি ছিল না একদমই। বক্স অফিসেও আয় হয় জমজমাট। প্রায় ১২০০ কোটি রুপি আয় করে সিনেমাটি।

তখনই নায়ক যশ জানিয়েছিলেন এরপর আসবে ‘কেজিএফ চ্যাপটার ৩’। এবার জানা গেল, আবার সিনেমা হলে কবে আসছে কেজিএফের পরবর্তী ভার্সন তার দিনক্ষণ।
সিনেমাটির প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, ২০২৬ সালে মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ৩’। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালে। আরও আগে ছবির শুটিংয়ের চিন্তাভাবনা থাকলেও শুটিং শুরু করা যাচ্ছে না পরিচালকের ব্যস্ততার কারণে।

গত বছর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ যখন বক্স অফিসে সাফল্য পায়, তখন নির্মাতারা জানিয়েছিলেন, পরবর্তী ছবি নিয়ে পরিচালক প্রশান্ত নীল ও অভিনেতা যশ নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

Development by: webnewsdesign.com