নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নে ভেজা লুঙ্গি বিদ্যুতের তারের ওপর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত মো. সোহাগ (৩০) উপজেলার পদুয়া গ্রামের বাচ্চু ফোরমানের বাড়ির বাচ্চু ফোরমানের ছেলে।বুধবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় পদুয়া গ্রামের বাচ্চু ফোরমানের বাড়িতে এ ঘটনা ঘটে।সন্ধ্যার দিকে বাচ্চু ফোরমানের ঘরে কেউ ছিল না।সন্ধ্যার পর পরিবারের সদস্যরা ঘরে এসে তার মোড়ানো অবস্থায় সোহাগের মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পাশে একটি ভেজা লুঙ্গি পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জানায়, বিকালে বাড়ি ফিরে সে গিয়ে গোসল করে।গোসল শেষে ভেজা লুঙ্গি ঘরে থাকা বিদ্যুতের তারের ওপর দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে সে মারা যায় বলে অনুমান করছে।
Development by: webnewsdesign.com