কনের বাড়িতে চাঁদা চাওয়ায় হিজড়াকে গণধোলাই

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ

কনের বাড়িতে চাঁদা চাওয়ায় হিজড়াকে গণধোলাই
apps

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বন্দে আলী হাজী বাড়ীতে কনের গায়ে হলুদ অনুষ্ঠানে চাঁদা দাবি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে হিজড়া রত্না (৩২)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ে বাড়ীতে গিয়ে সংঘবদ্ধ হিজড়া সদস্যরা চাঁদা দাবী করে। তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দেয়ায় তারা সেখানে উলঙ্গ হওয়ার চেষ্টা করলে হামলার শিকার হয়।

 

আহত হিজড়া রত্না জানায়, আমার পাশ্বর্তী বাড়ির আবু তাহের বেপারীর কন্যার গায়ে হলুদের খবর শুনে সেখানে আমার সাথের হিজড়া মিথিলা ও মুন্নিকে নিয়ে যাই। আমরা তাদের কাছে ১হাজার টাকা দাবি করি। ওই বাড়ির লোকজন আমাদেরকে ৭শ’ টাকা দেয়। আমরা আরো ৩শ’ টাকা দাবি করলে বাড়ির লোকজন উত্তেজিত হয়ে মারধর করার হুমকি দেয়। পরে তারা আমাকে শরীরে ও হাতে আঘাত করে আহত করে।

Development by: webnewsdesign.com