রায়হান হত্যা: কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

রায়হান হত্যা: কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে
apps

সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া কনস্টেবল হারুনুর রশিদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নীলার আদালতে তাকে হাজির করা হয়।

এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত (৭) দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি খালেকুজ্জামান।

গ্রেপ্তার হারুনুর রশিদ বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ঘটনার পর গত ১৩ অক্টোবর সাময়িক বরখাস্তকৃত চার জনের মধ্যে তিনিও রয়েছেন।

Development by: webnewsdesign.com