বাড়ির পাশে পুকুর ধারে
কদম ফুলের গাছে,
ডালে ডালে থোকায় থোকায়
কদম ফুল ওই হাসে।
বৃষ্টি মাঝে ফুলগুলোকে
দেখতে লাগে বেশ,
ফুলের রূপে মুগ্ধ সবে
ফুরায় না যে রেশ।
সাদা সাদা ফুলের বাহার
মন কেড়ে নেয় ভাই,
ফুলের গন্ধে মন মানে না
প্রাণ জুড়ে যায় হায়।
বর্ষাকালে কদম গাছে
ফুলের সমাহার,
অন্য দিনে অন্য সময়
পাবে না যে আর।
ছড়া লেখকঃ শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
Development by: webnewsdesign.com